আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ উপলক্ষে ব্রহ্মিণবাড়িয়ার সরাইলে উপজেলা ও কলেজ শাখার সাবেক দুই ছাত্রদল নেতার নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য ইউসুফ ও সাবেক যুগ্ম আহবায়ক মো. আল আমীনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সরাইল সরকারি কলেজের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতা কর্মীরা। মানববন্ধনে যোগদান করা ছাত্রদল নেতারা বলেন, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা ছাত্রদলের নেতা কর্মীদের গুম জুলুম নির্যাতন নিপীড়ন ও নির্মম নৃশংষ ভাবে হত্যাকান্ডের শিকারের ঘটনার যথাযথ বিচারের দাবী জানাচ্ছি। আজকের মানববন্ধন থেকে জানাতে চাই, গায়েবী মামলা দিয়ে আমাদের হাজার হাজার ভাইকে বিনা অপরাধে কারাবরণ করিয়েছে শেখ হাসিনার হাসিনার স্বৈরাচারি সরকার। ওই সরকারের চাটুকার পুলিশ, পেটুয়া ও গুন্ডা বাহিনী আমাদের ভাইদের গুম হত্যা করে অগণিত সন্তানকে এতিম করেছে। বিধবার শাড়ি পড়িয়েছে মা বোন ও ভাবিদের। আজকের এই দিনে আমরা ওইসব জালেমদের দৃষ্টান্তমূলক বিচার চাই। সেই সাথে আমরা সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সফল সাধারণ সম্পাদক কর্মীবান্ধন ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রূমিন ফারহানাকে এই আসনের এমপি নির্বাচিত করে এই জনপদের মানুষদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই।