বগুড়া আওয়ামীলীগের ২ নেতা আটক

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
বগুড়া আওয়ামীলীগের ২ নেতা আটক

বগুড়ার শেরপুর পৌর শহরে অভিযান চালিয়ে ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৫১) ও ৯ ডিসেম্বর সোমবার সকালে কুসুম্বী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু (৫২) কে আটক করেছে পুলিশ। জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের করা জিআর মামলার (মামলা নং ২৮৩) নামীয় আসামী পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার মৃত কুরানু মন্ডলের ছেলে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও নভেম্বর মাসের ১৫ তারিখে শেরপুর থানায় দায়ের করা জিআর মামলার (৩১৮/২০২৪) নামীয় আসামী কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু কে উপজেলা পরিষদ গেট এলাকা থেকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আটককৃত ব্যাক্তিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে