বাগমারায় সড়ক দূর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

এফএনএস (মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী) : : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
বাগমারায় সড়ক দূর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

রাজশাহীর বাগমারার সড়ক দুর্ঘটনায় গুরুতার আহত কলেজ ছাত্র সোহানুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ ডিসেম্বর) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর গ্রামের বাড়ী শ্রীপুর নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সোহানুর রহমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে, সোহানুর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর খামারপাড়ার প্রবাসী ওবাইদুর রহমানের ছেলে। সে রাজশাহী শহরের শহীদ কামরুজ্জামান কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র। মায়ের সাথে রাজশাহী উপশহরে বসবাস করতেন। গত শুক্রবার বিকালে রাজশাহী- নওহাটা সড়কের ১২ রাস্তার সড়ক নামে পরিচিত এলাকায় ৩ বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। সন্ধ্যাকালীন সড়কে চলাচলের সময় চলন্ত এক ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের ধারের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান সোহানুর। ওপর দুইজন পড়ে গেলেও নিহত সোহানুরের মাথায় আঘত পেয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। গত চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার কোন উন্নতি হয়নি। ফলে সোমবার রাত ১০টার দিকে তার শেষ নিশ্বাস ত্যাগ করে। নিহতের আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই নিহতের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার দুপুরে জানাযা শেষে পরিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে