উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলায় বিনামূল্য চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় কয়রা সরকারি মহিলা কলেজের হলরুমে 'কয়রা ব্লাড ব্যাংক' ও ফুড ব্যংক দরিদ্র মানুষের জন্য এ চক্ষু শিবিরের আয়োজন করে। কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মুস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ আলিমের সঞ্চলনায় দিনব্যাপী বিনামূল্য চক্ষু শিবির ক্যাম্প উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমির মাওঃ মিজানুর রহমান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কয়রা সরকারী মহিলা কলেজের অধ্যাক্ষ আমিরুল ইসলাম, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, গনঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, ছাত্র শিবিরের সভাপতি সামিউল ইসলাম প্রমুখ। বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রমে উপজেলার প্রায় ৪ শতাধিক নারী-পুরুষের চোখের চিকিৎসা সেবা প্রদান করেন ১০ জন চিকিৎসক।