খুলনার ডুমুরিয়ায় ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা শাখা এবং বেসরকারি উন্নয়ন সংস্হা দলিত'র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া প্রেস ক্লাব সংলগ্ন খুলনা সাতক্ষীরা মহাসড়কে, ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যদে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর মোল্যা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাক্ষ শেখ শহিদুল ইসলাম,সমাজসেবা অফিসার সুব্রত কুমার বিশ্বাস। আলহাজ্ব সাহজাহান জমাদ্দার,মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক আব্দুল হালিম ঢালী,খান মহিদুল ইসলাম,নাজিম উদ্দিন,গাজী সোহেল আহমেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে দলিত'র আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।