রংপুরে অর্থনৈতিক শুমারির কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রংপুরে অর্থনৈতিক শুমারির কার্যক্রমের উদ্বোধন

রংপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, অর্থনৈতিক শুমারি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ। টেকসই উন্নয়নে সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। তিনি এই জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় আয়োজকরা জানান, রংপুর জেলায় এই অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে ৫৩ জন পরিসংখ্যান জোনাল অফিসার, ৩২১ জন সুপার ভাইজার, ৫৩ জন আইটি সুপারভাইজার এবং এক হাজার ৭০২ জন তথ্য সংগ্রহকারী নিয়োজিত থাকবেন। অনুষ্ঠানে রংপুর সরকারি কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারি, তথ্য সংগ্রহকারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর দিবসটি উপলক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে প্রচারণামূলক একটি র‌্যালি বের করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে