হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ভর্তি প্রাইভেট কারসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে থানার এস.আই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার গুদাম পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কালো রঙ্গের প্রাইভেট কার আটক করে উপজেলা শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত রজব আলীর ছেলে কুদ্দুস মিয়া (৪৫) হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার মুসাব্বির হোসেনের ছেলে হৃদয় মিয়া (২৫) ও রিচি এলাকায় আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (২০)কে আটক করে। এ সময় প্রাইভেটকারে রক্ষিত ২০ কেজি ভারতীয় গাজা জব্দ করে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।