নানা আয়োজনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে। উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। সেখানে বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। পরে একই স্থানে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক- সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও রহনপুর পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপি'র আহবায়ক এনায়েত করিম তৌকিসহ অন্যরা।