রাজনৈতিক সহিংসতা পরিহার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মানববন্ধন ও সভা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৫:১২ পিএম
রাজনৈতিক সহিংসতা পরিহার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মানববন্ধন ও সভা

নওগাঁর ধামইরহাটে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং ধর্মীয় সমপ্রীতি বজায় রাখার আহবানে মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) আয়োজনে ১৬ এপ্রিল বেলা ১১ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ধামইরহাট প্রেস ক্লাব ভবনের ৪ তলায় সোনালী কমিউনিটি সেন্টারে সাবেক সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও উপজেলা কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিএফজির নওগাঁ জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডল।

আলোচনা সভায় আরও অংশ নেন পৌর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম, বেলী খাতুন, উপজেলা মহিলা দলের সভাপতি ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোছাঃ সেলিনা আকতার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোছাঃ আঞ্জুয়ারা বেগম, মহিলালীগ নেত্রী ও সাবেক কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস কবিতা, যুবলীগ নেতা আব্দুল হাই দুলাল, জাতীয়পার্টির সভাপতি দেওয়ান আব্দুল হান্নান, বাসদ ধামইরহাট শাখার আহবায়ক দেবলাল টুডু, পৌর ছাত্রদলের আহবায়ক আবু সাইদ প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে