আগামী বছরের জুনের পর যাবে না ভোট, আশ্বস্ত করলেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৫:২৭ পিএম
আগামী বছরের জুনের পর যাবে না ভোট, আশ্বস্ত করলেন আসিফ নজরুল

জাতীয় নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক আলোচনায় স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, যে যাই বলুক না কেন, নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুন মাসের পরে যাবে না। এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির প্রতি দেওয়া প্রতিশ্রুতি।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। দুই ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, “ডিসেম্বর থেকে জুন মানে এই নয় যে ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্ব করে জুনে নিয়ে যাওয়া হবে। এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরে, জানুয়ারিতে সম্ভব হলে জানুয়ারিতেই নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, “ক্ষমতা ভোগ করার জন্য বা অকারণে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমাদের নেই। জাতির প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে— জনগণের রায় অনুযায়ী একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।”

বৈঠকে রাজনৈতিক সংস্কার এবং ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলো নিয়েও আলোচনা হয়। আইন উপদেষ্টা জানান, “বিএনপি এই সংস্কার প্রক্রিয়ার প্রতি আন্তরিক। তারা জানিয়েছে, ২-৩ দিনের মধ্যেই ঐকমত্য কমিশনের সঙ্গে তারা বৈঠকে বসবে। অধিকাংশ প্রস্তাবের সঙ্গে তারা ঐকমত্য পোষণ করেছে। এটি একটি অত্যন্ত ইতিবাচক বার্তা।”

বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের বিষয়ে তারা আশাবাদী এবং এই সংস্কার প্রক্রিয়াকে দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই দেখছেন।

সংস্কার বিলম্বিত হতে পারে এমন শঙ্কা বিএনপি থেকে উঠে আসলে, আসিফ নজরুল বলেন, “জুলাই সনদ প্রণয়ন হয়ে গেলেও বাস্তবায়নে আইনি ও নীতিগত সময় লাগে। আমরা উদাহরণ দিয়েছি— ডিজিটাল সুরক্ষা আইন তৈরিতে ২৩ বার খসড়া সংশোধন হয়েছে। ফলে সময়ের প্রয়োজন অস্বাভাবিক নয়।”

বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে চায় বলে বৈঠকে উল্লেখ করলেও, আইন উপদেষ্টা বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট— ডিসেম্বরে হলে খুব ভালো, তবে প্রস্তুতির বাস্তবতা মেনে নিতে হবে। কেউ যদি বিভ্রান্তিকর বা ব্যক্তিগত ব্যাখ্যা দেন, তাহলে তা দলের বা সরকারের অবস্থান নয়।”

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যা বারবার জাতির উদ্দেশ্যে বলেছেন, সেটিই আমাদের অবস্থান। জাতির সঙ্গে প্রতারণার সুযোগ নেই।”

আপনার জেলার সংবাদ পড়তে