পেঁয়াজ-তেলের দাম বেড়েছে, স্বস্তি ফিরেনি চালে

এফএনএস অনলাইন:
: | আপডেট: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৭ পিএম : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ১২:১২ পিএম
পেঁয়াজ-তেলের দাম বেড়েছে, স্বস্তি ফিরেনি চালে

বাজারে পেঁয়াজ এবং সয়াবিন তেলের দাম আগের তুলনায় বেড়েছে। পেঁয়াজের দাম দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে। এছাড়া এ সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৪ টাকা। পাশাপাশি চালের বাজার আগের মতই ছড়া রয়ে গেল।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার বিশ্লেষণে এমন তথ্যই পাওয়া গেছে।

পেঁয়াজের দাম বাড়ানোর বিষয়ে বিক্রেতারা জানিয়েছেন, এবার মৌসুমে বেশ কম দর ছিল পেঁয়াজের। ফলন ভালো হওয়ায় দেশি পেঁয়াজের কেজি সর্বনিম্ন ৩০ টাকায় নেমেছিল। এরপর কিছুটা বেড়ে ঈদের পরও ৪৫-৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে এখন দর উঠেছে ৬০-৬৫ টাকায়।

এদিকে, গত মঙ্গলবার থেকে বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বেড়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হচ্ছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা।

বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা।

এদিকে স্বস্তির বিষয় হলো ঈদের আগে উত্তাপ ছড়ানো মুরগির বাজার অনেকটা কমেছে। সবজির বাজারও গত সপ্তাহের তুলনায় কিছুটা কমতির দিকে রয়েছে। ডিমের দাম রয়েছে আগের মতই নাগালে।

মাংসের বাজারেও কিছুটা স্বস্তি রয়েছে। ঈদের এক সপ্তাহ আগে থেকে বাড়তে থাকে মাংসের দাম। তখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২১০ থেকে ২৩০ টাকা দরে। একইভাবে সোনালি জাতের মুরগির কেজি বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৩০ টাকা দরে। বৃহস্পতিবার প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ এবং সোনালি জাতের মুরগি ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়েছে।

একইভাবে কিছুটা দর কমেছে গরুর মাংসের। ঈদের আগে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৭৮০ থেকে ৮০০ টাকায়। এখন দর কমে কেজি ৭৫০ টাকায় মিলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW