বরগুনার তালতলীতে জমির মালিকানা নিয়ে মাছের ঘের লুটপাট করার সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার লাউপাড়া এলাকায় পরিকল্পিত হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরহুম আব্দুল জলিলের পুত্র নুরুল ইসলামের মালিকানাধীন প্রায় ২০ একর জমিতে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমিতে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে ঘেরের মাছ লুটের চেষ্টা করেন স্থানীয় প্রভাবশালী সেন্টু খা, হানিফ মোল্লা, সোবাহান এবং মমিন গং।
সংবাদ পেয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে গেলে সংঘবদ্ধ লুটেরা তাকে ঘিরে কুপিয়ে মারাত্মক জখম করে। তার আর্তচিৎকার শুনে পাশে থাকা পারভেজ ডিলার এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।