ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি রবিউস সারোয়ার সঞ্চালনায় সভায় নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো: রমজান আলী,সেনাবাহিনীর প্রতিনিধি মো: খলিলুর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়,উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরফিন,থানার অফিসার্স ইনর্চাজ(তদন্ত) মো: হাসান জামিল খান,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ পাল,উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইয়া,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, জামায়াতে ইসলামির আমীর মো: ছায়েদ আলী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুর সাত্তার,উপজেলা ইমাম সমিতির সভাপতি মূফতি মুখলেছুর রহমান,ইসলামী ফ্রন্টের সিনিয়র সহসভাপতি মাওলানা গোলাম মোহাম্মদ খান, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়া,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি(ভারপ্রাপ্ত)অনাথবন্ধু দাস,ফান্দাউক গোপীনাথ জিও মন্দিরের(ইসকন)প্রতিনিধি গৌর চরণ দাসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মাসিক আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন। সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া,চুরি-ডাকাতি বন্ধসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ হয়।