মণিরামপুরে অসুস্থ্য বিএনপি নেতা মিন্টু সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:৩৩ পিএম
মণিরামপুরে অসুস্থ্য বিএনপি নেতা মিন্টু সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন

মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু যশোরের একটি বেসরকারি ক্লিনিকে চোখে অপারেশন করিয়েছেন। তিনি বেশকিছু দিন যাবত চোখের সমস্যা নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে ভুগছিলেন। গত শনিবার সকালে তিনি যশোরের একটি ক্লিনিকে চোখের টিউমার অপারেশনে অস্ত্র পচার করিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পৌর বিএনপির সহসভাপতি একে আজাদ জানান, শনিবার সকালে প্রিয় নেতার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে কিছুটা সুস্থ্য রয়েছেন। উপজেলা বিএনপির অসুস্থ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু দলীয় নেতাকর্মী সহ সকলের নিকট দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে