‘এমিলি ইন প্যারিস’এ ফিরছেন না ক্যামিল

এফএনএস বিনোদন : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৬:৩৪ পিএম
‘এমিলি ইন প্যারিস’এ ফিরছেন না ক্যামিল

প্যারিসের রোম্যান্স আর গ্ল্যামারের শহরে আসছে এক আবেগঘন পরিবর্তন। ‘এমিলি ইন প্যারিস’ সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র ক্যামিল এবার আর থাকছেন না সিরিজের পঞ্চম অধ্যায়ে। ক্যামিল রাজাত, যিনি নিজের অনবদ্য অভিনয়ে ক্যামিল চরিত্রে এনেছিলেন মোহ, দ্বিধা আর জটিলতাÑএবার সেই পরিচিত মুখ হারিয়ে যাচ্ছে সিরিজের রঙিন পর্দা থেকে। দর্শকের কাছে ক্যামিল শুধু একটি চরিত্র ছিল না, ছিল গল্পের গভীর আবেগের কেন্দ্রবিন্দু। এমিলি ও ক্যামিলের সম্পর্ক যতই টানাপোড়েনময় হোক না কেন, তার অনুপস্থিতি নিঃসন্দেহে সিরিজে রেখে যাবে শ্যাম্পেইনের এক ফিনফিনে শূন্যতা। তবে তার এই প্রস্থানে থেমে যাচ্ছে না গল্প। বরং আরও নাটকীয় মোড় নিতে চলেছে ‘এমিলি ইন প্যারিস’-এর পঞ্চম সিজনে। এমিলির বস ও অ্যান্টোয়নের জটিল সম্পর্ক, গ্যাব্রিয়েল ও আলফির মাঝখানের দ্বন্দ্ব, আর প্রেমের পুরোনো খেলাগুলো সবই থাকছে আগের মতো। চতুর্থ সিজনের শেষে মার্সেলোর সঙ্গে এক ছবির মতো গেটওয়ে দিয়ে যে নতুন শহরের ইঙ্গিত মিলেছিল, তারই ধারাবাহিকতায় এবার গল্প এগিয়ে যাচ্ছে প্যারিস ছেড়ে রোমের দিকে। প্যারিস হয়তো তার এক রানিকে হারাচ্ছে, কিন্তু প্রেম, গ্ল্যামার আর সম্পর্কের জটিলতায় ভরপুর গল্পে জৌলুস কিন্তু একটুও কমছে না। বরং গল্পে নতুন মোড়, নতুন শহর আর পুরোনো আবেগের মিশেলে আরও এক উত্তেজনাকর সিজনের অপেক্ষায় দর্শক।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW