বন্যপ্রাণীর কান্না: অব্যবস্থাপনা ও অবহেলার ছায়ায় চিড়িয়াখানা

এফএনএস : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৬:৩৯ পিএম
বন্যপ্রাণীর কান্না: অব্যবস্থাপনা ও অবহেলার ছায়ায় চিড়িয়াখানা

একটি ভালুক চুপ করে পড়ে আছে টিনশেডের ঘরের এক কোণে। তার বাঁ পা পচে গেছে, নড়াচড়াও প্রায় বন্ধ। দর্শনার্থীরা দেখতে পাচ্ছে নাÑতবে যারা দেখছে, তাদের চোখে জল আসছে। এই চিত্র ময়মনসিংহের মিনি চিড়িয়াখানার। একটি চিড়িয়াখানায় এমন দৃশ্য কেবল দুঃখজনকই নয়, বরং এটি একটি ভয়াবহ বাস্তবতাÑযেখানে প্রাণীরা বন্দি শুধু খাঁচায় নয়, বন্দি অবহেলা, অব্যবস্থা ও নিষ্ঠুরতায়। চিড়িয়াখানাটির পরিবেশই বলে দিচ্ছে কী পরিমাণ অব্যবস্থাপনা চলছে সেখানে। টিনশেডের ঘর, নেই আলো-বাতাস, নেই গাছপালা বা প্রাণীর স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ। চিড়িয়াখানা না হয়ে যেন হয়ে উঠেছে মৃত্যুর প্রহরগণনার জায়গা। যেখানে প্রাণীর সেবা ও সংরক্ষণের দায়িত্ব ছিল প্রশাসনের, সেখানেই দেখা যাচ্ছে উদাসীনতা। চিড়িয়াখানার ইজারার মেয়াদ শেষ হয়েছে গত বছর জুনেই। নতুন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চুক্তি শেষ, দায়িত্বও শেষÑএমন আচরণ রাষ্ট্রীয় সম্পদ তথা জীবন্ত প্রাণীগুলোর সঙ্গে করা যায় না। একটি ভালুকের পচন ধরা পা আমাদের কেবল তার ব্যথাই জানান দেয় না, বরং আমাদের ব্যর্থতাও চোখে আঙ্গুল দিয়ে দেখায়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযানে গিয়ে উদ্ধার করেছে ২৩টি প্রাণী। প্রশ্ন হলোÑএই প্রাণীগুলো এতদিন ধরে কী অবস্থায় ছিল? কে দেখছিল তাদের? কোথায় ছিল পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, সিটি করপোরেশন? বাংলাদেশের বহু ছোট চিড়িয়াখানায় প্রাণীদের সঙ্গে এমন অমানবিক আচরণের নজির রয়েছে। একদিকে সচেতনতা নেই, অন্যদিকে তদারকির অভাব। পশু-পাখিদের বন্দি করে ব্যবসা করা এক জিনিস, কিন্তু তাদের প্রাকৃতিক অধিকার হরণ করে, চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আরেক জিনিস। এবং সেটি একটি অপরাধ। এখন সময় এসেছে পুরো বিষয়টিকে নতুনভাবে ভাবার। বন্যপ্রাণী রক্ষা আইন, পরিবেশ সংরক্ষণ আইনÑসবকিছুকে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। চিড়িয়াখানা পরিচালনার জন্য প্রয়োজন মানসম্পন্ন অবকাঠামো, প্রশিক্ষিত কর্মী, এবং সর্বোপরি প্রাণীর প্রতি সহানুভূতি। ভালুকটির পচে যাওয়া পা আমাদের বিবেককে নাড়া দিক। আমরা যেন বুঝি, বন্যপ্রাণী বিনোদনের উপকরণ নয়Ñতারা জীবিত প্রাণ। তাদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। অবহেলা নয়, দরকার যত্ন, আইন আর সচেতনতার সমন্বয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে