ট্রাম্পের শুল্কযুদ্ধের ধাক্কা: চীনের বদলে যুক্তরাষ্ট্রেই ফিরে এলো বোয়িং উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৭:০৭ পিএম
ট্রাম্পের শুল্কযুদ্ধের ধাক্কা: চীনের বদলে যুক্তরাষ্ট্রেই ফিরে এলো বোয়িং উড়োজাহাজ

বিশ্ব বাণিজ্যের উত্তপ্ত মঞ্চে যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কযুদ্ধের প্রভাব এবার সরাসরি আকাশে—চীনের জন্য নির্মিত একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স যাত্রীবাহী উড়োজাহাজ শেষমেশ গন্তব্য না বদলে নিজ ঘরেই ফিরে এসেছে। ট্রাম্প প্রশাসনের লাগামহীন শুল্ক আরোপ এবং তার পাল্টা জবাবে চীনের সিদ্ধান্তের ফলে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে বোয়িংয়ের সিয়াটল কারখানার রানওয়েতে অবতরণ করে উড়োজাহাজটি। এটি চীনের বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিয়ামিনএয়ার-এর জন্য নির্মিত হয়েছিল এবং উড়োজাহাজের গায়ে সংস্থাটির নাম ও লোগো এখনও দৃশ্যমান ছিল।

এই ফিরে আসা বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি প্রায় ৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গুয়াম ও হাওয়াইয়ে জ্বালানির জন্য থেমে অবশেষে সিয়াটলে ফিরে আসে। চীনে বোয়িংয়ের ঝৌশান কারখানায় চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় থাকা একই ধরনের আরও কয়েকটি উড়োজাহাজের মধ্যে এটি একটি।

সম্প্রতি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন। এর জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এই শুল্ক যুদ্ধই সম্ভবত বোয়িংয়ের এই অত্যাধুনিক বিমানটিকে চীনের বদলে নিজ দেশে ফিরিয়ে আনতে বাধ্য করেছে।

উড়োজাহাজ শিল্প নিয়ে কাজ করা পরামর্শ সংস্থা আইবিএ জানিয়েছে, একটি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার। এর উপর অতিরিক্ত শুল্ক আরোপ চীনা সংস্থার জন্য ছিল অর্থনৈতিক দুঃস্বপ্নের শামিল।

তবে এই সিদ্ধান্ত কোন পক্ষ নিয়েছে—বোয়িং না জিয়ামিনএয়ার—সে বিষয়ে এখনো কোনো পক্ষই মুখ খোলেনি। রয়টার্স যোগাযোগ করলেও দুই প্রতিষ্ঠানই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনায় বোঝা যাচ্ছে, শুল্ক নিয়ে চলমান অনিশ্চয়তা এবং নীতিগত দ্বিধাদ্বন্দ্ব উড়োজাহাজ সরবরাহে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অনেক এয়ারলাইন্স প্রতিষ্ঠান এমন পরিস্থিতিতে বাড়তি শুল্ক মেটানোর পরিবর্তে সরবরাহ স্থগিত রাখার কথা ভাবছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলটি কোম্পানিটির অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক বিক্রীত উড়োজাহাজ। তাই এ ধরনের অনিশ্চয়তা শুধুই একটি চুক্তির ব্যর্থতা নয়, বরং এটি বৈশ্বিক উড়োজাহাজ শিল্পে বড়সড় ধাক্কার ইঙ্গিত দিচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW