কয়রায় পরিবেশ ও বন সু রক্ষায় কমিউনিটি কনসালটেশন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৪:৪০ পিএম
কয়রায় পরিবেশ ও বন সু রক্ষায় কমিউনিটি কনসালটেশন

পরিবেশ ও বন সু রক্ষায় স্থানীয়দের সচেতনতা করতে কমিউনিটি পর্যায় কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে।  গতকাল সোমবার (২১ এপ্রিল)  বেলা ১১ টায় কাশিয়াবাদ স্টেশনের সিএমসির কার্যালয়ে এই কনসালটেশন অনুষ্ঠিত হয়। এটির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সহযোগিতা করেন অক্সফ্যাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড। ব্লু ইকোনোমেকি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেন্ট ফর ক্লাইমেন্ট জাস্টিস প্রকল্প সম্পর্কে আলোচনায় বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, প্রগ্রাম সমন্বয়কারী এ এম এম মামুন, কাশিয়াবাদ স্টেশনের বন প্রহরী মোঃ হারুন অর রশিদ,

 সিএমসির কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী, পিএফ সভাপতি মোল্যা মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন,  ভিটিআরটি সদস্য ইয়াছিন আলী, স্বেচ্ছাসেবী সংগঠনের মোঃ ফরহাদ হোসেন, আশিকুজ্জামান আশিক, সুব্রত মুন্ডা, খাদিজা সুলতানা সাথী, ইনতাজ আলী, স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইব্রাহিম হোসেন,  মৎস্যজীবি আবু মুছা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে