সড়ক অবরোধ

জনদুর্ভোগ সৃষ্টি বন্ধ করুন

এফএনএস : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১২ পিএম
জনদুর্ভোগ সৃষ্টি বন্ধ করুন

কিছুতে কিছু হলেই সড়ক অবরোধ করা যেন একটা প্রথা হয়ে গেছে। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ন্যায্য-অন্যায্য সব ধরনের দাবিতে পথে নামার একটি অসুস্থ প্রবণতা দেখা যাচ্ছে। যখন-তখন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ইস্যু ও দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র, শ্রমিক, চাকরিজীবী ও সাধারণ জনতা। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে যানজটের নগরী ঢাকায় কোনো একটি রাস্তা বন্ধ হলেই এর প্রভাব পড়ে আশপাশের অন্যসব সড়কে। ফলে সড়কে দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হয়; কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে যানবাহন। ফলে যাত্রীদের, বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। সবচেয়ে দুর্ভোগে পড়তে হয় যেসব রোগীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়, তাদের। অন্যদিকে, রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এমনিতেই আমাদের দেশে ট্রেন চলাচলে শিডিউল রক্ষা করা কঠিন, তার উপরে রেলপথ অবরোধের কারণে সম্পূর্ণ রেল যোগাযোগ ব্যবস্থাই ঝুঁকির মুখে পড়ে। আমরা মনে করি, দাবি আদায়ের জন্য অথবা প্রতিবাদ হিসাবে এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয়, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়। সামপ্রতিক সময়ে বিভিন্ন পেশাজীবী ও গোষ্ঠীকে তাদের নানা দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করতে দেখা গেছে। সেসব ক্ষেত্রেও যানজট সৃষ্টি হয়ে তা জনদুর্ভোগের কারণ হয়েছে। তাই সব পেশাজীবী ও গোষ্ঠীরই উচিত জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো কর্মসূচি পরিহার করা। বস্তুত কথায় কথায় সড়ক অবরোধের প্রবণতা থেকে সবারই সরে আসা উচিত। প্রত্যেকেরই বোঝা উচিত, এ প্রবণতা চলতে থাকলে আজ যারা অবরোধ করছেন, তারাও অথবা তাদের অসুস্থ বা বৃদ্ধ স্বজনরাও কখনো এমন দুর্ভোগের শিকার হতে পারেন। একইসঙ্গে আমরা একথাও বলব, কোনো দাবি-দাওয়া উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তা আলোচনার মাধ্যমে সমাধান করা। অবরোধকারীদের যেমন জনদুর্ভোগ সৃষ্টির প্রবণতা পরিহার করা উচিত তেমনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ন্যায্য দাবি পূরণের ক্ষেত্রে সচেতনতা ও আন্তরিকতা থাকা উচিত। আমরা চাই না, প্রতিদিন যেখানে-সেখানে সড়ক অবরোধের মতো ঘটনা ঘটুক এবং জনসাধারণ ভোগান্তির শিকার হোক।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW