নিরাপত্তা না বিলাসিতা? শাহরুখের পর এবার বাড়ি ছাড়লেন আমির খান

বিনোদন ডেস্ক : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০১:৪৪ পিএম
নিরাপত্তা না বিলাসিতা? শাহরুখের পর এবার বাড়ি ছাড়লেন আমির খান

সম্প্রতি বলিউডের অন্দরমহলে চলছে এক নতুন প্রবণতা—নিজেদের বহু বছরের চেনা-পরিচিত বাড়ি ছেড়ে যাচ্ছেন তারকারা। কিছুদিন আগেই শোনা গিয়েছিল শাহরুখ খান তার স্বপ্নের আবাস ‘মান্নাত’ সাময়িকভাবে ছেড়ে দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল আরেক মেগাস্টার আমির খানের নাম।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এদের এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ কী? নিরাপত্তা? সংস্কার কাজ? না কি অন্য কোনও অজানা সংকেত?

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আমির খান মুম্বইয়ের বান্দ্রার নিজের বর্তমান বাসস্থান থেকে সরে যাচ্ছেন। তবে এটি কোনও হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে আছে স্পষ্ট ও পরিকল্পিত একটি কারণ।

আমির যে অ্যাপার্টমেন্টে বসবাস করছিলেন, সেখানে একটি বিশাল আবাসন প্রকল্প গড়ে তুলতে চলেছে দেশের একটি খ্যাতনামা রিয়েল এস্টেট সংস্থা। এই প্রকল্পের দায়িত্বে রয়েছে ভার্গো কো-অপারেটিভ হাউসিং সোসাইটি। নতুন এই আবাসন প্রকল্প সমুদ্রঘেঁষা, বিলাসবহুল এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধায় পরিপূর্ণ হবে বলেই জানা গেছে।

বিশেষ তথ্য অনুযায়ী, এই ভবনের প্রতি বর্গফুটের দাম হতে চলেছে ১ লক্ষ টাকা, অর্থাৎ একেবারেই অভিজাত শ্রেণির জন্য তৈরি হচ্ছে এই আবাসন। এমন এক স্থানে পুনরায় নিজের ঠিকানা গড়তেই আপাতত বাড়ি ছাড়ছেন আমির খান।

যদিও এখনো প্রকাশ্যে আসেনি আমিরের নতুন অস্থায়ী ঠিকানা, তবে জানা গেছে, ওই একই এলাকায় অভিনেতার আরও একটি ফ্ল্যাট রয়েছে। তিনি সেখানেই থাকতে পারেন, অথবা রিয়েল এস্টেট কোম্পানির দেওয়া ভিন্ন অস্থায়ী ঠিকানায়। সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমিরের নিজস্ব।

আরেকটি তথ্য মজার—এই রিয়েল এস্টেট কোম্পানির আরও কয়েকটি বিলাসবহুল আবাসনে আমিরের ফ্ল্যাট রয়েছে, অর্থাৎ ভবিষ্যতে তিনি সেই যেকোনো একটিকেই বেছে নিতে পারেন স্থায়ী ঠিকানা হিসেবে।

শাহরুখ খানের মান্নাত ছাড়ার সিদ্ধান্ত নিয়েও একইরকম কৌতূহল তৈরি হয়েছিল। তিনি জানিয়েছিলেন, বাড়ির সংস্কার কাজের জন্য আপাতত দুই বছর অন্যত্র থাকবেন। তবে গুঞ্জন রয়েছে, সাইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণেও হয়তো এমন পদক্ষেপ নিয়েছেন বাদশা।

ঠিক একই সময়ে আমিরেরও বাড়ি ছাড়ার খবরে বলিউডমহলে গুঞ্জনের ডালপালা আরও বিস্তৃত হচ্ছে। মুম্বইয়ের বান্দ্রা এলাকাকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে অনেকের মনে। যদিও আমিরের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনও নিরাপত্তাজনিত কারণ সামনে আসেনি।

নতুন ভবনের নির্মাণ কাজ চলবে এই বছরের মধ্যেই, আর আগামী বছর আবারও নিজ ঠিকানায় ফিরবেন আমির। কিন্তু ততদিন পর্যন্ত তাঁর অস্থায়ী বাসস্থানের খবর ও আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে অপেক্ষায় থাকতেই হবে অনুরাগীদের।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW