ধানুশের ‘ইডলি কাডাই’-এর শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা

বিনোদন ডেস্ক : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০২:৩৬ পিএম
ধানুশের ‘ইডলি কাডাই’-এর শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা

তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারহিট নায়ক ধানুশ পরিচালিত ও প্রযোজিত আসন্ন ছবি ‘ইডলি কাডাই’–এর শুটিং সেটে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড।  রোববার (২১ এপ্রিল) রাতে তামিলনাড়ুর থেনি জেলার অনুপাপাট্টি গ্রামে তৈরি করা বিশাল সেটে আগুন লাগে, যেখানে এই সিনেমার শুটিং চলছিল।

সিনেমার জন্য বানানো হয়েছিল আস্ত একটি গ্রাম, যাতে ছিল দোকানপাট, বাড়িঘর, এমনকি রাস্তার প্রতিরূপও। সেই পরিশ্রম-সিক্ত সেটটাই এক ঝলকে পুড়ে যায় আগুনে। সৌভাগ্যের বিষয়, আগুন লাগার সময় সেখানে কোনও কাস্ট বা টিম মেম্বার উপস্থিত ছিলেন না। ফলে কারও আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের উৎস এখনো পর্যন্ত পরিষ্কার নয়।

ধানুশের ঘরোয়া প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারবার ফিল্মস’ এবং ‘ডন পিকচার্স’-এর ব্যানারে নির্মিত ‘ইডলি কাডাই’ সিনেমাটি ২০২৫ সালের অক্টোবর মাসে মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছে। ছবিতে ধানুশের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নিথিয়া মেনন। এটি ধানুশের পরিচালনায় চতুর্থ ছবি এবং তার ক্যারিয়ারের ৫২তম অভিনীত সিনেমা।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন জিভি প্রকাশ, সিনেমাটোগ্রাফি করছেন কিরণ কৌশিক এবং সম্পাদনার দায়িত্বে রয়েছেন প্রসন্ন জিকে। ঘোষণার সময় প্রকাশিত পোস্টারে রাতের তারাভরা এক গ্রাম্য পটভূমি তুলে ধরা হয়, যা ছবির আবহ ও গল্পের প্রতি দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

সাম্প্রতিক সময়ে ‘রায়ান’ ছবিতে দেখা গিয়েছে ধানুশকে। সামনে রয়েছে আরও বেশ কয়েকটি বড় বাজেটের প্রজেক্ট, যার মধ্যে রয়েছে ‘কুবের’ — যেখানে তিনি পর্দা ভাগ করবেন রশ্মিকা মান্দান্না, নাগার্জুন এবং জিম সার্ভের সঙ্গে। তামিল ও তেলেগু দুই ভাষাতেই তৈরি হচ্ছে এই প্যান-ইন্ডিয়া প্রজেক্ট। পাশাপাশি, কৃতি শ্যাননের সঙ্গে ‘তেরে ইশক মে’ ও একটি অনির্ধারিত শিরোনামের ছবিতেও দেখা যাবে তাকে।

অগ্নিকাণ্ডের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্য নির্মাতাদের মনোবল ভাঙতে পারেনি। এখন অপেক্ষা, ক্ষতিগ্রস্ত সেট কত দ্রুত পুনর্গঠন করা যায় এবং ছবির নির্মাণ আবার কীভাবে গতি পায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে