হাজীগঞ্জে আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী কারাগারে

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:৪২ পিএম
হাজীগঞ্জে আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী কারাগারে

ঢাকায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কারাগারে পাঠানো হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার রাজধানী ঢাকার নিজ অফিস থেকে গোয়েন্দা সংস্থা তাকে আটক করে। তাঁর গ্রেপ্তারের বিষয়টি পারিবারিক সূত্রে নিশ্চিত করেছে। তিনি হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুল লতিফ মিয়ার ছেলে।

জানা যায়, দুইবারের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজী। হেলাল উদ্দিন মিয়াজীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখার। ২২ এপ্রিল মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হলে ২০২৩ সালের ঢাকা পল্টন থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে