নতুন সিজন নিয়ে নেটফ্লিক্সে ফিরছে ওয়েন্সডে

এফএনএস বিনোদন : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০৩ পিএম
নতুন সিজন নিয়ে নেটফ্লিক্সে ফিরছে ওয়েন্সডে

অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে! ‘ওয়েন্সডে’ ভক্তদের জন্য এসেছে বিশাল সুখবর। নেটফ্লিক্স ঘোষণা করেছে, মুক্তি পেতে চলেছে ওয়েন্সডে দ্বিতীয় মৌসুমের প্রথম টিজার। জেনা ওর্তেগাভক্তদের জন্য এটা নিঃসন্দেহে বড় খবর। নেটফ্লিক্স ইতিমধ্যেই নতুন সিজনের অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে, যেখানে ইঙ্গিত মিলেছে আগের থেকেও গা ছমছমে, রহস্যে মোড়া গল্পের। আগেই জানা গেছে, দ্বিতীয় সিজন হতে চলেছে আরও অন্ধকার, আরও থ্রিলিং। জেনা ওর্তেগা নিজেই জানিয়েছেন, এবার ওয়েডনেসডে চরিত্রটি আরও বেশি ভয়ডরহীন, আরও পরিণত হয়ে ফিরছে। ফিরে আসছেন লুইস গুজমান (গোমেজ অ্যাডামস) ও ক্যাথরিন জেটা-জোন্স (মরটিশা অ্যাডামস)-এই জনপ্রিয় মুখগুলো। তবে সবচেয়ে চমকপ্রদ সংযোজন হচ্ছে পপ সেনসেশন লেডি গাগার যুক্ত হওয়া। ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, গাগার চরিত্রটি হবে রহস্যে মোড়ানো, সঙ্গে গল্পেও নতুন বাঁক নিয়ে আসবে। প্রথম মৌসুমে দর্শকরা দেখেছেন কীভাবে ওয়েন্সডে নিজের অতিপ্রাকৃত ক্ষমতা আবিষ্কার করে। এরপর স্কুলের ভয়ংকর দানবকে থামায় এবং বাবা-মায়ের পুরনো গোপন রহস্যের জট খুলতে থাকে। একই সঙ্গে কিশোরী মানসিকতা, বন্ধুত্ব আর প্রতিদ্বন্দ্বিতার দ্বন্দ্বে তৈরি হয় দারুণ এক গল্প। দ্বিতীয় সিজনে থাকবে আরও ভয়, আরও রোমাঞ্চ আর নতুন শত্রু। নেভারমোর অ্যাকাডেমিতে আবারও শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW