ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগের ম্যাচে অগ্রণী ব্যাংককে ১০৩ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করতে নেমে অসাধারণ এক ইনিংস খেলেছেন সৌম্য সরকার, করেছেন অপরাজিত ১৫৩ রান। দারুণ সঙ্গ দিয়েছেন তামিম, আফিফরা। তাদের নৈপুণ্যে ৩৩৩ রানের পাহাড় গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে মার্শাল আইয়ুবের ৭৪ রান বাদে আর কেউই বলার মতো রান করতে পারেননি। ফলে হেরেছে ইমরুল কায়েসের দল। বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অগ্রণী ব্যাংক। সাইফ হাসান আর তানজিদ তামিমের ওপেনিং জুটিতে আসে ৮১ রান। সাইফ ৬১ বলে ৪৩ আর তানজিদ ৩৩ বলে ৫ চার ২ ছক্কায় ৪৩ রান করেন। তিনে নেমে বিস্ফোরক হয়ে ওঠেন সৌম্য। ৯২ বলে তুলে নেন সেঞ্চুরি। এরপর একই মেজাজে ব্যাট ঘোরাতে থাকেন এই তারকা ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ বলে ১৫৩ রানে। তার ১৩৬.৬১ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল ১৭টি চার এবং ৬টি ছক্কার মার। এছাড়া মেহেদী মারুফ করেন ২৪ রান। তবে ফিফটি করা হয়নি আফিফ হোসেনের। তিনি অপরাজিত থাকেন ৪৫ বলে ৪ চার ১ ছক্কায় ৪৯ রানে। অগ্রণী ব্যাংকের হয়ে একটি করে উইকেট নেন শুভাগত হোম, আরিফ আহমেদ এবং জাহিদ জাভেদ। জবাবে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন অগ্রণী ব্যাংকের দুই ওপেনার ইমরানুজ্জামান ও অমিত হাসান। ১৫ বলে ২৩ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। ঝড়ো ব্যাটিং করেন শুভাগত হোমও। ১৮ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তবে এরপর মার্শাল আইয়ুব বাদে কোন ব্যাটার ভালো করতে পারেননি। একপ্রান্ত আগলে ৯৬ বলে ৭৪ রান করেন মার্শাল। বাকিরা তেমন বড় ইনিংস খেলতে না পারায় ২৩০ রানে অলআউট হয়ে ম্যাচ হারে অগ্রণী ব্যাংক। তিন উইকেট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের সেরা বোলার সাইফ হাসান।