প্রথম ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ পেলো পাকিস্তান

এফএনএস অনলাইন ডেস্ক: : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৯ এএম : | আপডেট: ১৬ মার্চ, ২০২৫, ০৭:৩৯ পিএম
প্রথম ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ পেলো পাকিস্তান

টি-টোয়েন্টি ফরম্যাটে মোহাম্মদ রিজওয়ানের সাবধানী ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক বছর আগেই। সেই রিজওয়ান এখন সাদা বলে পাকিস্তানের অধিনায়ক, যথারীতি টি-টোয়েন্টি ফরম্যাটেও। তবে অধিনায়ক হওয়ার পরও রিজওয়ানকে নিয়ে প্রশ্ন উঠছে। আর উঠবেই না বা কেন, যখন দল হারে ১১ রানে, আর রিজওয়ান ৬২ বল মোকাবেলা করে খেলেন ৭৪ রানের ইনিংস! ইনিংসের অর্ধেক বেশি বল খেলেও রিজওয়ানের স্ট্রাইক রেট ছিল ১২০-এর নিচে। ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ১৮৩ রান জড়ো করে প্রোটিয়ারা, ৯ উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান আসে ডেভিড মিলারের ব্যাট থেকে। মাত্র ৪০ বলের মোকাবেলায় ৪টি চার ও ৮টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এবারই প্রথম সাজঘরে ফেরেন মিলার। এর আগে ৭ বার অর্ধশতক ও শতক হাঁকিয়ে প্রতিবারই ছিলেন অপরাজিত। এছাড়া ৪৮ রান আসে জর্জ লিন্ডের ব্যাট থেকে। ২৪ বল মোকাবেলা করে ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ তিনটি করে, আব্বাস আফ্রিদি দুটি এবং সুফিয়ান মুকিম একটি উইকেট শিকার করেন। পাকিস্তানের হয়ে এদিন ইনিংস সূচনা করেন অধিনায়ক রিজওয়ান ও সাবেক অধিনায়ক বাবর আজম। বাবর ৪ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন। সাইম আইয়ুব ক্রিজে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন। ১৫ বলে ৭টি চারে ৩১ রান করে তিনি সাজঘরে ফিরলে চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ সামাল দিতে গিয়ে রিজওয়ান যেন আরও চাপ বাড়িয়ে তোলেন। ২০তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরার আগে তিনি একাই খেলেন ৬২ বল, ১১৯.৩৫ স্ট্রাইক রেটে রান করেন মাত্র ৭৪। ৫টি চার ও ৩টি ছক্কাও হাঁকিয়েছেন। শেষপর্যন্ত পরাজয়ের ব্যবধান দাঁড়ায় মাত্র ১১ রান, যা পুষিয়ে দিতে পারেননি রিজওয়ান বা অন্য কেউই। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান দাঁড়ায় পাকিস্তানের সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার পক্ষে জর্জ লিন্ডে চারটি, কুয়েনা মাফাকা দুটি এবং ওটনিল বার্টম্যান ও অ্যান্ডিলে সিমেলানে একটি করে উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার পান লিন্ডে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW