প্রকাশ পেলো নারী বিশ্বকাপের সময়সূচী

এফএনএস অনলাইন ডেস্ক: : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ এএম : | আপডেট: ১৬ মার্চ, ২০২৫, ০৭:৩৯ পিএম
প্রকাশ পেলো নারী বিশ্বকাপের সময়সূচী

টুর্নামেন্ট ৩২ দলের। খেলাও হবে ৩২ দিনব্যাপী। গত মঙ্গলবার ২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপ শুরু ও শেষের দিন-তারিখ ঘোষণা করেছে ফিফা। সেখানে জানা গেছে এ তথ্য। ফিফা জানিয়েছে, ২০২৭ সালের ২৪ জুন শুরু হবে নারী ফুটবল বিশ্বকাপের ১০তম আসর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। অর্থাৎ এক মাসেরও বেশি সময়ব্যাপী (৩২ দিন) এ বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। এবারই প্রথম নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে লাতিন আমেরিকার কোনো দেশ। আসর শুরু ও শেষ ক্ষণ জানালেও এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি ফিফা। আগামী বছর ড্রয়ের মাধ্যমে ভেন্যু চূড়ান্ত করে পূর্ণ সূচি প্রকাশ করা হবে। বিশ্বের ৬টি ফেডারেশন থেকে ৩২ দলের টুর্নামেন্টে লাতিন আমেরিকা অঞ্চল (কনমেবল) থেকে খেলবে তিনটি দল। আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ব্রাজিল। ইউরোপ (উয়েফা) থেকে সবচেয়ে বেশি ১১ দল অংশ নেবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে ৬টি, কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল (কাফ) থেকে ৪টি ও কনকাকাফ (উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল) থেকে খেলবে ৪টি ও ওশেনিয়া ফুটবল ফেডারেশন (ওএফসি) থেকে ১টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। বাকি দলগুলো আসবে প্লে-অফে খেলার মাধ্যমে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে হওয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্প্যানিশরা।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW