সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ১২:১০ পিএম
সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে ।

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

রোববার ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

আপনার জেলার সংবাদ পড়তে