কীর্তনখোলার অবৈধ ড্রেজিং বন্ধের দাবিতে মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:২৬ পিএম
কীর্তনখোলার অবৈধ ড্রেজিং বন্ধের দাবিতে মানববন্ধন

নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন গ্যাসটারবাইন এলাকায় অবৈধ ড্রেজিং বন্ধ ও নদী ভাঙনরোধে দ্রুত বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার বেলা এগারোটার দিকে নগরীর ব্যস্ততম সদর রোডে ‘নদী ভাঙন প্রতিরোধে ঐক্যবদ্ধ এলাকাবাসী’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাসদের জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, প্রতিদিন রাতে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে নদীর পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অনেক বাসাবাড়ি, কৃষিজমি ও স্থাপনা হুমকির মুখে পরেছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে রূপাতলী ধান গবেষণা রোড থেকে গ্যাসটারবাইন পর্যন্ত একটি টেকসই বেরিবাঁধ নির্মাণ করতে হবে। বক্তারা আরও বলেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। বরং প্রশাসনের নিরবতার সুযোগে রাতের আঁধারে ড্রেজিং কার্যক্রম আরও বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে