রাজশাহীতে এক মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:২৩ পিএম
রাজশাহীতে এক মণ গাঁজাসহ দুই  মাদক কারবারি  গ্রেপ্তার
রাজশাহীতে প্রাইভেটকারে করে এক মণ গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৮ এপ্রিল) ভোররাতে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল জেলার পুঠিয়া উপজেলার কাঠালপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে এই গাঁজার চালান ধরে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুজন হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জাগলাটারি গ্রামের মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফারুক উদ্দিন শাহ (৪৫)। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, কুড়িগ্রাম থেকে তারা ৪০ কেজি ওজনের ওই গাঁজার চালানটি রাজশাহী এনেছিলেন। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে