চাটমোহরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:২২ পিএম
চাটমোহরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌু,অ্যাডভোকেট আজিজা তামান্না স্বর্ণা প্রমুখ। সভায় দরিদ্রদের জন্য সরকারের বিভিন্ন ধরণের আইনী সহায়তা তুলে ধরা হয়। একইসাথে আইনগতভাবে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে