অভয়নগরে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন, লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:৩১ পিএম
অভয়নগরে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন, লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা

যশোরের অভয়নগর উপজেলায় সরকারিভাবে বোরোধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) সকালে নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন কারা হয়। উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান-চাল সংগ্রহ এবং মনিটরিং কমিটির সভাপতি জয়দেব চক্রবর্তী।

তবে চলতি বছর চাল সংগ্রহে শতভাগ সম্ভাবনা থাকলেও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা রয়েছে বলে মনে করেন নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

সরকারি খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে। এবার ৩৬ টাকা কেজি দরে ৯১১ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৮৮৫ মোট্রক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা করা হয়েছে। অপরদিকে ২০২৪ সালে এক হাজার ৩৯১ মেট্রিক টনের মধ্যে ৫২৩ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছিল। আর ৫ হাজার ৪১৮ মেট্রিক টন চালের শতভাগই সংগ্রহ হয়েছিল।        

এ ব্যাপারে নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘২০২৪ সালে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। এবারও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা রয়েছে। তবে চাল সংগ্রহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।’ কি কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে