ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই চাউল ব্যাবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের বাজারে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০" অমান্য করে কৃত্রিম বস্তায় চাউল বিক্রি করার অপরাধে চাউল ব্যবসায়ী স্বরজীত ঘোষকে ১৫ হাজার ও শংকর কুমার সাহা কে ১০ হাজার টাকা নগদ অর্থ দন্ড করা হয়। এ সময় পাট উন্নয়ন সহকারী পাট অধিদপ্তর ঝিনাইদহের আসাদুজ্জামান, উপজেলা পাট কর্মকর্তা বাবুল হাসান, মডেল থানার পি এস আই হাসান, উপজেলা প্রশাসন কর্মকর্তা সহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।