কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকারের সভাপতিত্বে বির্তক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার আনিছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চাঁন মিয়া সরকার, ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুসা কলিমুল্লাহ্, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিজাম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় দু’টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।