মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায় প্রমাণিত হলে ব্যবস্থা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৩৪ পিএম
মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায় প্রমাণিত হলে ব্যবস্থা: আইজিপি

মামলা দায়ের হলেই কাউকে গ্রেপ্তার করা যাবে না, বরং তদন্তে দায় প্রমাণিত হলে তবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইজিপি জানান, পুলিশের সব স্তরে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হন।

সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, “মামলা মিথ্যা নয়, তবে অনেক সময় অপরাধ সংঘটিত করে পাঁচ-দশ জন, অথচ অসৎ উদ্দেশ্যে ৩০০ জনের নাম জড়িয়ে মামলা করা হয়। কেউ কেউ অর্থ আদায়ের উদ্দেশ্যে বা ভয় দেখানোর জন্য এ ধরনের কাজ করে থাকেন।”

তিনি আরও জানান, মামলা গ্রহণের সময় পুলিশের হাতে সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ থাকে না, কারণ এখন অধিকাংশ ক্ষেত্রে বাদীপক্ষ নিজেরাই লিখিত মামলা নিয়ে আসে, যা পুলিশ বাধ্যতামূলকভাবে রুজু করে। তবে তদন্তে যদি অভিযোগের সত্যতা না মেলে, তবে সেটি যথাযথভাবে আদালতে উপস্থাপন করা হয়।

আইজিপি বাহারুল আলম বলেন, “আমরা চাই, মামলা দিয়ে কাউকে হয়রানির প্রবণতা বন্ধ হোক। এজন্য আমি নিজেও অনেক সময় থানায় সরাসরি ফোন করে খোঁজখবর নিই। কোনো পুলিশ সদস্য হয়রানিমূলকভাবে কাউকে আসামি করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে জনগণকে আহ্বান জানাচ্ছি।”

দেশবাসীর উদ্দেশে তিনি অনুরোধ জানান, “আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিন। তবে অন্যায় আবদার করবেন না। যেমন—অমুককে গ্রেপ্তার করুন, অমুককে ছাড়িয়ে দিন কিংবা অমুককে পদক দিন—এসব অনৈতিক দাবির মুখে ন্যায্যতার বিচ্যুতি যেন না ঘটে।”

আইজিপি বাহারুল আলমের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা অর্জন এবং পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করতে এ ধরনের স্বচ্ছ ও দায়িত্বশীল কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে