জুলাই বিপ্লবে পুলিশ কতৃক পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্র নাইম। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের উপস্থিতে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর (পূর্ব ) ইউনিয়নের লক্ষ্ণীপুর গ্রামের বাসিন্দা নাঈমের হাতে এক লক্ষ টাকা র চেক তুলে দেওয়া হয় । মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নানের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আহত নাইমের হাতে এই অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান, মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক মনির হোসেন ও মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা আবু সাইদ পাটোয়ারী।
ইতিপূর্বে ও ফরিদগঞ্জ বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানের পক্ষ থেকে বালিথুবা পশ্চিম ইউনিয়নের জুলাই বিপ্লবে আহত ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা আল আমিনের হাতে গত শনিবার এক লক্ষ টাকার চেক তুলে দেন মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক মনির হোসেন।