কালীগঞ্জে খুচরা সার ব্যবসায়ীদের সভা ও কমিটি গঠন

এফএনএস(টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:৫৩ পিএম
কালীগঞ্জে খুচরা সার ব্যবসায়ীদের সভা ও কমিটি গঠন

ঝিনাইদহের কালীগঞ্জে খুচরা সার ব্যবসায়ীদের সংগঠন খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এক মতবিনিময় সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোতে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় খুচরা সার ব্যবসায়ীদের অংশ গ্রহনে দুই বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল ইসলাম।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি শুকুর আলী ও আশরাফুল ইসলাম, সহ-সম্পাদক ছফর উদ্দিন ও বিষারত আলী,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা পলাশ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোফাজ্জেল হোসেন।