পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার বলেছেন,ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। ধর্মের নামে কুরআন-হাদিসের অপব্যাখ্য,মুসলিম হয়ে অন্য ভাইয়ের ওপর হামলা কারো কাম্য নয়। ইসলাম অন্য ধর্মের মানুষের শান্তি বিঘ্নিত করে না বরং নিরাপদ জীবন যাপনে মানুষের পাশে থাকতে পরামর্শ দেয়। আমাদের নবী মুহাম্মদ (সা.) ন্যায়ের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক" আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য সকলকে ভালো কাজের প্রতি উৎসাহ বাড়াতে হবে। সবাইকে ধর্মের অনুশাসন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। ধুমপান থেকে মাদক সেবন,মিথ্যা বলা থেকে চুরি-ডাকাতি,মারামারি-হানাহানি সৃষ্টি হয়। এসব কাজ থেকে জন্ম নেয় সন্ত্রাস। আর এসব থেকে সন্ত্রাস-জঙ্গির উথ্থান ঘটে।
ইউএনও বলেন, মানুষের সাথে উত্তম আচরণ করা সবচেয়ে বড় ইবাদত। মিথ্যা বলা, হিংষা-বিদ্বেষ,পরনিন্দা চর্চা,অন্যকে কষ্ট দেওয়া,আঘাত করা প্রভৃতি নিন্দনীয় কাজ। এসব মন্দ অভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার মো. রজব আলীর সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার মুহাম্মদ আশেকে এলাহীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক (অব.) মাহবুব-উল-আলম বাবলু, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম মিয়াজি,থানার এসআই আব্দুর রাজ্জাক, ইফার ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল হোসেন প্রমুখ।