মতলব উত্তরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : | প্রকাশ: ১ মে, ২০২৫, ০৮:০৪ পিএম
মতলব উত্তরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত

বৃহস্পতিবার( ১মে-২০২৫) সকালে ৯নং দক্ষিণ ব্যাসদি মডেল সপ্রাবিতে মতলব উত্তরের সকল সরাসরি, পদোন্নতি প্রাপ্ত ও জাতীয়করনকৃত প্রধান শিক্ষকদের মতামত ও সমর্থনের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়। 


এসময় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমতির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি রঞ্জিত ভুট্টো মণি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ শামীম হোসেন মিজি অনলাইন প্লাঠফর্মে থেকে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা ও কুলসুমা আক্তার, সহ-সভাপতি- শ্রী কৃষ্ণ পাল, মোঃ জয়নাল আবেদীন, মোঃ শাহজাহান, মোহাম্মদ আনোয়ার হোসেন, নুরজাহান, নুরুন্নাহার, মানসুরা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস ও শিরিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক খোদেজা আক্তার, ফখরুল ইসলাম খান ও আয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক সরকার মোহাম্মদ সাহেদুজ্জামান ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুলাল চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক মীর মঈনুদ্দীন আহম্মদ, সহদপ্তর সম্পাদক নয়ন মনি, অর্থ বিষয়ক সম্পাদক - বিল্লাল হোসেন, সহ-অর্থ বিষয় সম্পাদক কামরুন্নাহার হাসিনা, মহিলা বিষয়ক সম্পাদক কুহিনুর আক্তার, সহমহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ ছালিমা নাজনিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবদুল ওয়াদুদ মিয়াজী,মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক হান্নান খাঁন, সহ মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক  জহিরুল ইসলাম সেলিম। 


এছাড়াও কোঅপ্ট পুরুষ সদস্য - মোঃ মঞ্জুর কবীর, আবুল কালাম আজাদ, শাহনুর এবং কোঅপ্ট মহিলা সদস্য- সালমা আক্তার, জোবায়দা ও সোহানা ইসলাম নির্বাচিত হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে