কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ১৪৫জন দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশ আত্মকর্মসংস্থানে স্বাবলম্বী হতে ৩৮লাখ ৫০হাজার টাকা এককালীন অনুদান প্রদান করেন। বৃহস্পতিবার(১২ডিসেম্বর) সকাল ১০টায় উমরমজিদ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুদান সহায়তা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসানুল কবির আদিল ও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ মনজুরুল ইসলাম। পরে প্রত্যেক উপকারভোগীদেরকে নগদ ২৫হাজার টাকা করে এককালীন প্রদান করেন ইউপি চেয়ারম্যানসহ অতিথিবৃন্দ।