চাঁদপুর সদর উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৪:৪৯ পিএম
চাঁদপুর সদর উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এই অভিযানের ধারাবাহিকতায় ০২ মে ২০২৫ তারিখ বেলা ১১টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সোলায়মান দর্জি (৪২) এর বাড়ি থেকে ১৫০ পিস ইয়াবা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে