রাজশাহীতে ওয়াকার্স পার্টির নেতাসহ গ্রেপ্তার ২৬

এফএনএস (রাজশাহী): : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রাজশাহীতে ওয়াকার্স পার্টির নেতাসহ গ্রেপ্তার ২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৭ জন, অন্যান্য অপরাধে ১০ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: আলাউদ্দিন(৩৫), মো: বজলুর সরকার(৫২) ও আলহাজ্ব আব্দুর রাজ্জাক(৬২) ।

রাজশাহী ওয়াকার্স পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া গ্রামের মো: ওয়াহাবের ছেলে। নওহাটা পৌরসভার আওয়ামীলীগের কর্মী বজলুর সরকার এয়ায়পোর্ট থানার মহানন্দাখালী দক্ষিনপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরকারের ছেলে ও পবা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক একই থানার বাড়ইপাড়া গ্রামের মৃত আসমত মন্ডলের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর জেল-হাজতে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে