মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে পূর্ব শত্রুতার জেরে হত্যা

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৬:৩৫ পিএম
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে পূর্ব শত্রুতার জেরে হত্যা

মুন্সীগঞ্জের সদর উপজেলার  মোল্লাকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ী থেকে ডেকে নিয়ে সানা মাঝি (৪২)নামে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে ইতালি প্রবাসী বাবু মাঝির বিরুদ্ধে। গতকাল(বৃহস্পতিবার)  রাত ১১টার দিকে সদর উপজেলার মধ্য মাকহাটি তালতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।এ সময় মরদেহের সাথে একটি একনলা  শর্টগান এবং ২ রাউন্ড কার্তুজ ছিল।নিহত সানা মাঝি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মাঝি বাড়ীর  মোহাম্মদ মাঝির ছেলে। এদিকে অভিযুক্ত বাবু মাঝি একই গ্রামের মৃত শামসুল মাঝির ছেলে। সে একজন ইতালি প্রবাসী। বছরে দুই একবার দেশে আসা-যাওয়া করে।উল্লেখ্য এ ঘটনায় জড়িত দুই পরিবারের মধ্যে  বিরোধ এর জেরে এ পর্যন্ত ৩ জন খুন হয়েছেন। 

নিহতির স্ত্রী ফাতেমা বেগম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে স্বাধীন মানের এক ছেলেকে দিয়ে আমার স্বামীকে ডেকে নেন বাবু মাঝি। এর পর আর বাড়ীতে ফিরেননি। তিনি। ওইদিন রাত ১১টার দিকে আমার স্বামীকে হত্যা করে বাবু মাঝি ও তার আত্মীয় স্বজনরা। ঘটনায যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন স্বজনরা। 

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল ইসলাম বলেন, এলাকায় ডাকাত আটক করা হয়েছে এ সংবাদেও ভিত্তিতে গিয়ে মরদেহটি উদ্বার করা নহয়। তিনি আরও বলেন,দুই পরিবারের দীর্ঘ্য বিরোধে এ হত্যাকান্ড হতে পারে,অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।  নিহতের ভাই আবু মাঝি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে