ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক সভা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক সভা

নওগাঁর ধামইরহাটে শিশু সুরক্ষা জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে এপি অফিস হলরুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার ম্যানুয়েল হাঁসদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথান কুমার চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সূরভী, শিশু সুরক্ষা কর্মকর্তা প্রদীপ হাঁসদা, রোজলীন কোড়াইয়া, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেসক্লাব সভাপতি অরিন্দম মাহমুদ, সম্পাদক রিফাতুল হাসান সৈকত, সাংবাদিক সহিদুল ইসলাম, গৌরব প্রসাদ সাহা, হাবিবুর রহমান, সোহেল হোসাইন প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় শিশু সুরক্ষা বাল্য বিবাহসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন ভাবে জনকল্যাণকর কর্মকান্ডে ব্যপক ভুমিকা পালন করার কথা তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশনের এসকল কর্মকান্ড তুলে ধরার আহ্বান জানান। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে