কাপাসিয়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০৬:৫০ পিএম
কাপাসিয়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 গাজীপুরের কাপাসিয়ায় মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৩ মে শনিবার দুপুরে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাওরাইদ গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

জানা যায়, উপজেলার ওই গ্রামের আলমগীর হোসেন শেখের প্রতিবেশীদের সাথে পৈত্রিক জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এবিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিস বৈঠক করে সমাধান করতে পারেননি।  

ভুক্তভোগী আলমগীর হোসেন শেখ জানান, আমার চাচাতো ভাই রুবেল গং আমি বিদেশে অবস্থান কালে বাবা ও চাচার সম্পদ বন্টন করে আমার পিতার অংশ বুঝাইয়া দেয়। আমি বিদেশ হতে এসে জমি বণ্টন সঠিক নয় বলে তাদের আবার আমাকে সাথে নিয়ে জমি বন্টনের আহ্বান জানাই। কিন্তু তারা মাপতে রাজি হয়না বরং নানা তাল বাহানায় জমি বন্টনের প্রক্রিয়া বানচাল করে দেয়। পরবর্তীতে আমি স্থানীয়ভাবে ৫ বার বৈঠকের পরও আমার বাবার পৈতৃক সম্পদ ও আমার ক্রয়কৃত দুই গন্ডা জমি বুঝাইয়া দেয় নি। বরং তারা আমার বাড়ির সামনে গাছ ও বাড়ির দেয়াল তাদের জায়গা দাবী করে ও মোমেন শেখ আমাকে তার পরিবার নিয়ে মারধর করতে আসে। আমি আমার বাবার একমাত্র ছেলে আর তারা চার ভাই। মোমেন শেখ আগের নির্ধারণ করা সীমানা চিহ্ন তুলে তার জমির পরিমাণ বাড়াইয়া আমার গেটের সামনে ময়লা ফেলে। সুমন শেখ (৩২) এর স্ত্রী শিল্পী (২৮) আমার বাগানের বেড়া কেটে দেয়। আমি প্রতিবাদ করলে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকে। গত ২ এপ্রিল বুধবার সকালে আমার বাড়ির সীমানায় আসিয়া আমাকে এবং আমার স্ত্রীকে গালিগালাজ করিতে থাকে। আমি তাতে ন্যায় সংগত প্রতিবাদ করলে তারা আমাকে এলোপাথারী ভাবে মারধর করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। আমার স্ত্রী আমাকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও মারধর করে। বাড়ির আশেপাশের লোকজনদের সহযোগিতায় আমরা প্রাণে রক্ষা পাই। এসব ঘটনার উল্লেখ করে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ করি। এর আগেও ৩ মার্চ কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমার উপর হওয়া অন্যায়ের ন্যায় বিচার এখনো পাইনি। তারা যে কোন সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের কোন ক্ষতিসাধন করতে পারে। আমি মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে সুষ্ঠু তদন্ত করে এর ন্যায় বিচার চাই।

আপনার জেলার সংবাদ পড়তে