বাংলাদেশ স্নুকার খেলার সূতিকাগার ঢাকা ক্লাব প্রেসিডেন্স কাপ স্নুকার টুর্নামেন্ট - ২০২৫ এর সফল সমাপ্তি হয়েছে। সপ্তাহব্যাপী জমজমাট স্নুকার প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান
শনিবার ৩ মে রাতে ঢাকা ক্লাবের বিলিয়াড রুমে ও মেইন লাউঞ্জে অনুষ্ঠিত হয়। এবারের টুর্নামেন্টর ফাইনালিস্ট জিয়াউর রহমান ডায়মন্ড ৬-২ ফ্রেমে এইচ এম তানিম তৌহিদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।তারা উভয় ঢাকা ক্লাবের মেম্বার।
তৃতীয় ও চতুর্থ হন নারায়ণগঞ্জ ক্লাবের রেজা খান ও রেজা পাহলভি। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঢাকা ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন)
এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর আব্দুল্লাহ আহমেদ ইব্রাহিম (কাজু)। এ সময় ঢাকা ক্লাবের বোর্ড ডিরেক্টর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আব্দুর রহমান, ডিরেক্টর ফাইন্যান্স মজিবুর রহমান মৃধা,ম্যাচ রেফারি আদনান মনসুরসহ অন্যরা।
টুর্নামেন্টটির আয়োজন ও সার্বিক পরিচালনার দায়িত্বে আছে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ। এই টুর্নামেন্টে ঢাকা ও ঢাকার বাইরে থেকে মোট ১০টি ক্লাব থেকে ৪৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। ঢাকা ক্লাব ছাড়াও অংশগ্রহণকারী মধ্যে রয়েছে বনানী ক্লাব,ঢাকা বোট ক্লাব,গুলশান ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট স্টেশন ক্লাব, উত্তরা ক্লাব, কুমিল্লা ক্লাব, সিলেট ক্লাব লিমিটেড।
টুর্নামেন্টে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন এক লাখ ও রানারআপকে ৫০ হাজার টাকা এবং ট্রফি দেওয়া হবে। এছাড়াও টুর্নামেন্টের তৃতীয় চতুর্থজনকে এবং অংশগ্রহণকারী প্রত্যেক ক্লাবের খেলোয়ারদেরকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।