চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:৪৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সভাকে বৃহস্পতিবার সকাল ১১ টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, নভেম্বর, ২০২৪ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। সভায় থানা অফিসার ইনচার্জ আব্দুল গাফ্ফার প্রধান অতিথি ও চরভদ্র্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশিষ কাপুড়িয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, বদরুজ্জামান মৃধা, উপজেলা হাট-বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্যা, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আবুল কালাম ও আব্দুস সবুর কাজল প্রমূখ। সভায় উপজেলা বাজার ব্যাবস্থাপনা, যানজট নিরসন, বখাটেপনা রোধ, মাদক নিয়ন্ত্রন ও চুরি ডাকাতি নিরসনের ব্যাপারে বিশদ আলোচনা হয়। সভার সভাপতি বলেন, সম্প্রতী দেশে পুলিশের জনবল সংকট রয়েছে। তাই স্থানীয় গন্যমান্য ও সুশিল সমাজকে উপজেলার আইন-শৃঙ্খলা শান্ত রাখার বিষয়ে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককে ভুমিকা রাখার আহবান জানান ইউএনও।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে