বিশ্ব ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ মেট গালা ২০২৫-এ প্রথমবারের মতো পা রেখেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতের অন্যতম স্টাইল আইকন হিসেবে বহুল প্রতীক্ষিত এই রেড কার্পেটে সব্যসাচী মুখার্জির নকশা করা রাজকীয় পোশাকে তিনি নজর কাড়েন অনেকেরই। ‘টেইলর্ড ফর ইউ’ ও ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে শাহরুখের চমৎকার উপস্থাপনা ছিল চোখে পড়ার মতো।
তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, ভোগ ম্যাগাজিনের সম্প্রতি প্রকাশিত তালিকায় শাহরুখের নাম নেই সেরা পোশাকধারীদের তালিকায়।
এই তালিকায় শীর্ষস্থান দখল করে চমক দেখিয়েছেন আরেক বলিউড তারকা ও গায়ক দিলজিৎ দোসাঁঝ। মেট গালার রেড কার্পেটে সাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি এবং ভারী গহনায় পরিপূর্ণ এক রাজকীয় লুকে হাজির হয়েছিলেন তিনি, যেটি ছিল মহারাজা ভূপিন্দর সিং-এর আদলে অনুপ্রাণিত। ঐতিহ্যবাহী পাঞ্জাবি সংস্কৃতিকে আধুনিকতা আর গ্ল্যামারের মিশেলে বিশ্ব দরবারে তুলে ধরেই মুগ্ধ করেছেন ফ্যাশনপ্রেমীদের।
বিশ্বজুড়ে পাঠকদের ভোটে তৈরি এই তালিকায় পিছিয়ে পড়েছেন বহু নামী আন্তর্জাতিক তারকাও। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় র্যাপার এস কুপস, যিনি ঐতিহ্যবাহী হ্যানবক জ্যাকেট থেকে অনুপ্রেরণা নিয়ে পরেছিলেন ধূসর রঙের আধুনিক বস স্যুট।
তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন হলিউড তারকা জেন্ডায়া, যিনি লুই ভিটনের স্যুট পরে এসেছিলেন রেড কার্পেটে। ফ্যাশনের এই প্রতিযোগিতায় নাম উঠেছে আরও অনেক খ্যাতিমান তারকার-যেমন তেয়ানা টেলর, রিহানা, নিকি মিনাজ এবং শাকিরা।
তবে শাহরুখ খানের জন্য এটা একপ্রকার হতাশাজনক। মেট গালায় এই বছরই ছিল তার প্রথম অংশগ্রহণ। কিং খানের অভিষেক দেখে দর্শক-সমালোচক অনেকেই তাকে সেরা ভাবলেও, পাঠকভোটে সেই জায়গা ধরে রাখতে পারেননি তিনি।
ফ্যাশনের ক্ষেত্রে যে শুধুই পোশাক নয়, বরং ঐতিহ্য, সাংস্কৃতিক বার্তা এবং নিজস্বতা বড় ভূমিকা রাখে-সেটাই যেন প্রমাণ করলেন দিলজিৎ দোসাঁঝ।