আগামী ৪ মাসের মধ্যে দিনাজপুর জেলা থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া রোধ করতে না পারি তাহলে চাকরি থেকে এ যাবত কালীন যে বেতন-ভাতা পেয়েছি তা আপনাদের মাঝে বুঝিয়ে দিয়ে চাকরি ছেড়ে দেবো।
রোববার বিকালে থানা প্রাঙ্গণে ঘোড়াঘাট থানা আয়োজিত চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া প্রতিরোধে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন ও গণমাধ্যমকর্মীদের নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, আমি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেক ডাকাতকে গ্রেফতার করতে পেরেছি এবং ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা যা করেছি এতে আমরা তৃপ্ত নই, আমরা যে সফল হয়েছি তা আমরা বলবো না।
ডাকাতির মত ঘটনাকে আমরা জিরো পর্যায়ে নিয়ে আসব, যেন ডাকাতির মতো ঘটনা পরবর্তীতে আর না ঘটে। ডাকাতিসহ অপরাধ দমনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এসব অপরাধ প্রতিরোধে আপনাদেরকে (জনগণকে) সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।