ইন্দুরকানীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:৫৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ইন্দুরকানীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলমের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াত ইসলামির আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, আমার দেশ প্রতিনিধি শাহিদুল ইসলাম শহিদ। এছাড়া সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন। এর আগে জেলা প্রশাসক উপজেলা আবাসিক চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং জনস্বাস্থ্য বিভাগের রেইন হার্ভেস্টিং ওয়াটার ট্যাংক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এডিবি উন্নয়ন তহবিল থেকে ২৯ জন কৃষকের মাঝে বাঙ্গি ও তরমুজের বীজ এবং সার বিতরণ করা হয়। মতবিনিময় সভা শেষে উপজেলা প্রকৌশল দপ্তরের আয়োজনে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে