কুষ্টিয়ার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৭ এএম
কুষ্টিয়ার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি

কুষ্টিয়ার দুই উপজেলা ভেড়ামারা ও দৌলতপুরে জাতীয় নাগরিক কমিটির 'প্রতিনিধি কমিটি' গঠিত হয়েছে। সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে গতকাল শুক্রবার দুপুর ২টায় এই প্রতিনিধি কমিটি পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে গঠনের কথা জানানো হয়। জাতীয় নাগরিক কমিটির খুলনা জোনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সদস্য আল মামুন ফয়সাল ও তানজিল মাহমুদের সুপারিশে এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এসব কমিটির অনুমোদন দিয়েছেন। ভেড়ামারা উপজেলায় ১০৮ সদস্য বিশিষ্ট ও দৌলতপুর উপজেলায় ১৪০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে। জুলাই'২৪ গণঅভ্যুত্থানের শহীদ ও আহত ছাত্র জনতার অংশগ্রহণে গঠিত এই কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে আহবায়ক কমিটিতে রূপান্তরিত করার কথা বলা হয়েছে।  ভেড়ামারা উপজেলার প্রতিনিধি কমিটির প্রধান করা হয়েছে, ভেড়ামারা উপজেলার পরিচিত মুখ এবং একজন দক্ষ সংগঠক মো: জান্নাতুল ফেরদাউস টনি কে। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, প্রতিনিধি কমিটির প্রত্যেকটি সদস্যকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির কার্যাবলীকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্র ঘোষিত নির্দেশাবলী বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তীতে যা যা দরকার আমরা তাই তাই করব।  দৌলতপুর উপজেলা প্রতিনিধি কমিটির প্রধান করা হয়েছে সংগঠক মিজানুর রহমান কাজল কে। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, জাতীয় নাগরিক কমিটির নির্দেশনা অনুযায়ী সমাজের বৈষম্য দূরীকরণে কাজ করতে আমরা বদ্ধপরিকর।

আপনার জেলার সংবাদ পড়তে